Duto Dukher Kotha Koi

1. দুটো দুঃখের কথা কই

1.1.

দুটো দুঃখের কথা কই ।
দুঃখের কথা কই গো তারা মনের কথা কই ।
কে বলে তোমারে তারা দিন দয়াময়ী ।।
কারেও দিলে ধণ জন মা হয় হস্তিরথী জয়ী ।
আর কার ভাগ্যে মজুরখাটা শাকে অন্ন মিলে কই ।।
কেহ থাকে অট্টালিকায়, আমার ইচ্ছা তেম্নি রই ।
ওমা, তারা কি তোর বাপ্রর ঠাকুর, আমি কি কেউ নই ।।
কারো অঙ্গে শাল দোশালা, ভাতে চিনি খই ।।
কেউবা বেড়ায় পালকী চড়ে আমি বোঝা বই ।
মাগো আমি কি তোর পাকা ধানে দিয়াছি গো মই ।।
প্রসাদ বলে তোমায় ভুলে আমি জ্বালা সই ।
ওমা, আমার ইচ্ছা অভয়পদে চরণ ধূলা হই ।।

This text is in its original language, and has an English translation:
Translation

This is a selection from the original text

Keywords

famine, food, hunger, natural dye, oral narrative, patachitra, scroll, starvation

Source text

Title: Duto Dukher Kotha Koi

Author: Ramprasad

Editor(s): Ayesha Mukherjee

Publisher: University of Exeter

Publication date: 2021

Place of publication: Exeter

Digital edition

Original author(s): Ramprasad

Language: Bengali, English

Responsibility:

Texts collected by: Ayesha Mukherjee, Amlan Dasgupta, Azarmi Dukht Safavi

Texts transcribed by: Ayesha Mukherjee

Texts translated by: Ayesha Mukherjee

Texts encoded by: Shrutakirti Dutta

Encoding checking by: Charlotte Tupman

Genre: India > poetry

For more information about the project, contact Dr Ayesha Mukherjee at the University of Exeter.

Acknowledgements