Kavigaan Songroho
About this text
Introductory notes
Ram Basu was one of the major exponents of Kabigaan in 19th Century Bengal. Kabi Gaan was a genre of Bengali songs that developed in the late 18th Century and attained popularity among the nouveau urban rich during in mid 19th Century. Kabigaan involved singing by two rival of group of singers, lead by kabiyal or sarkar.
The songs sung in form of dialogues between the two rival groups generally highlighted on contemporary social issues. The selections have been taken from the compilation of Kabiyals including Ram Basu and Haru Thakur, brought out by J.G. Chatterjea & Co from Calcutta in 1862.
Selection details
The songs sung in form of dialogues between the two rival groups generally highlighted on contemporary social issues. The selections have been taken from the compilation of Kabiyals including Ram Basu and Haru Thakur, brought out by J.G. Chatterjea & Co from Calcutta in 1862.
[Page 4]
হোক হোক হোক, উমা সুখে রোক,
সদাই হোতো মনে ।
ভিখারির ভাগ্যে, পোড়েছেন দুর্গে,
তার ভাগ্যে এমন হবে কে জানে ।।
দুহিতার সুখো শুনিলে গিরি, যে সুখো
হয় আমার ।
আছে যার কন্যা, সেই জানে অন্যে কি
জানিবে আর ।
যদি পথিকে কেউ বলে ; ওগো উমার মা,
উমা ভাল আছে তোর ।
যেন করে স্বর্গ পাই, অমনি ধেয়ে যাই,
আনন্দে হোয়ে বিভোর ।।
শুনে আনন্দময়ীর আনন্দ সংবাদ ,
আনন্দে আপনি আপনা ভুলে যাই ।।
[Page 4]
এই খেদ হয়, সকল লোকে কয়,
শ্মশানবাসী মৃত্যুঞ্জয় ।
যে দুর্গা নামেতে দুর্গতি খন্ডে, সে দুর্গের
দুর্গতি একি প্রাণে সয় ।।
[Page 5]
তুমি যে করেছ আমায় গিরিরাজ,
কত দিন কত কথা ।
সে কথা, আছে শেল সম, মম হৃদয়ে গাঁথা ।।
আমার লম্বোদর নাকি উদরের জ্বালায় ,
কেঁদে কেঁদে বেড়াতো ।
হোয়ে অতি ক্ষুধার্ত্তিক, সোণারো কার্ত্তিক,
ধূলায় পোড়ে লুটাতো ।।
গেল গেল যন্ত্রণা , উমা বলে মা, আমি
এখন অন্ন অনেককে বিলাই ।
[Page 5]
কও দেখি উমা, কেমন ছিলে মা,
ভিখারি হরের ঘরে ।
জানি নিজে সে পাগল, কি আছে সম্বল,
ঘরে ঘরে বেড়ায় ভিক্ষা কোরে ।।
শুনে জামাতার দুখ, খেদে বুক বিদরে ।।
তুমি ইন্দুবদনী, কুরঙ্গ নরনী ,
কনক বরণী তারা ।
জানি জামাতার গুণ, কপালে আগুন ,
শিরে জটা বাকোল পরা ।
[Page 6]
আমি লোক মুখে শুনি, ফেলে দিয়ে মণি,
ফণি ধোরে অঙ্গে ভূষণ করে ।
[Page 6]
গৌরী কোলে কোরে নগেন্দ্র রাণী,
করূণা বচনে কয় ।
উমা মা আমার, সুবর্ন লতা,
শ্মশানবাসী মৃত্যুঞ্জয় ।।
মরি জামাতার খেদে, তোমারো বিচ্ছেদে,
প্রাণ কাঁদে দিবেনিশি ।
আমি অচলনারী চলিতে নারি,
পারিনে যে, দেখে আসি ।।
আছি জীবন্মৃত হোয়ে, আশাপথ চেয়ে,
তোমার না হেরিয়ে নয়ন ঝোরে ।
[Page 6]
মরি, ছি ছি ছি একি করার কথা,
শুনে লাজে মোরে যাই ।
তোমা হেন গৌরী, দিয়েছেন গিরি,
ভজঙ্গেতে যার ভয় নাই ।।
মাখে অঙ্গেতে ছাই ।
[Page 6]
তুমি সর্ব্বমঙ্গলা, অকুলের ভেলা ,
[Page 7]
কুলে এনে দিতে পারো ।
দেখে খেদে ফাটে বুক, তোমার এত দুখ
সে দুখো ঘুচাতে নারো ।। (অসম্পূর্ণ)