Baul-Songit

About this text

Introductory notes

Kangal Fikirchand- Kangal Fikirchand was the pseudonym adopted by Harinath Majumdar. Harinath Majumdar was known for his pioneering contribution in Bengal journalism and for championing the cause of the oppressed peasants of Bengal. Majumdar began his career in the Bengali daily news paper 'Sambad Prabhakar'. Later he founded his own newspaper, 'Grambarta Prakashika'. 'Grambarta Prakashika' was published weekly from Majumdar's village Kumarkhali, in Kushtia District, present day Bangladesh. Majumdar' through 'Gramvarta Prakashika' took up the cause of the riots trying to redress their grievances and confronting the local zamindars. Majumdar also was known for his connection to Lalan Fakir, the noted Baul Saint. It was with Fakir's influence Majumdar himself founded a Baul group named Kangal Fikirchand-r Dal or the group of the penniless Fikirchand.

The following selections have been made from the collection of Fikirchand's songs, compiled the Bengali author Jaladhar Sen. The compilation was published from Calcutta with assistance from the Maharaja of Barddhaman in 1916. The songs of Fikirchand highlights the plights and grievances of the riots or cultivators of Bengal.

Selection details

The following selections have been made from the collection of Fikirchand's songs, compiled the Bengali author Jaladhar Sen. The compilation was published from Calcutta with assistance from the Maharaja of Barddhaman in 1916. The songs of Fikirchand highlights the plights and grievances of the riots or cultivators of Bengal.

[Page 6]

1. প্রথম গানের সুর। তাল-খেমটা ।

ত্যাজিয়ে আসল ধন, কেন রে মন, সুদের কারণ টানাটানি।
আসলে ত্যজ্য করে, সুদকে ধরে, বড় মুর্খ সেই ত জানি;
সুদকে ত্যজ্য কর, আসল ধর, থাকিবে ঠিক মহাজনী।
[Page 7]
জান না আসল হ'তে, এ জগতে, যত সুদের আমদানী;
তবে কেন আসল ত্যজে, সুদকে ভজে, বেড়াও করিয়ে পাগলামী।
গোপনে সযতনে, আসল ধনে, রাখে যে আসল ধনী;
আসলে সুদের কড়ি, ডা'ল খিচুড়ী, মিশালে হয় বলে জ্ঞানী।
সাগরেতে ফিকিরচাঁদ বলে, আসল পেলে, ভবজ্বালা ঘোচে জানি;
আমি সেই আসল ধনে, নাহি চিনে করিতে যাই মহাজনী।।
(ও ভোলা মন)।।১১।।
[Page 87]

2. তাল- গড়খেমটা।

(ওরে ও) চিড়ে-মহোত্‍সবে মজ তবে মন আমার।
ওরে যথবিধি চিড়া দধি, চিনি কর একাকার ।।
মালসা মানস তোমার, নিতাই দয়াল অবতার,
ওরে সাধন কঠিন হয় রে, চিড়া যে তাঁহার;
গৌর দয়ালনিধি নিরবধি, প্রেম-দধি দেবেন আবার ।
[Page 88]
তত্ত্জ্ঞা্নের আধার, দেখ অদ্বৈত আমার,
এবমেবাদ্বিতীয়ম চিনি যে তাঁহার;
এ তিন মিশাইয়ে, কর গিয়ে, চিড়া দধির ফলার ।
ভাসি নয়নের জলে, কাঙ্গাল ফিকিরে বলে,
চিড়া দধির ফলার না হয় আমার কপালে;
যদি যোটে কখন, ভক্তি-লবণ বিনা আস্বাদ হয় না তার।।
[Page 93]

3. ১১৯শ গানের ন্যায় সুর। তাল-গড়খেমটা ।

তোরা আয় রে, মায়ের কাছে, ক্ষুধা যদি ভাই হয়ে থাকে।
ওরে জগত্‍্মাতা ডাকছেন ও ভাই! চেয়ে দেখ চোখে;
ও ভাই! অন্নের থালা হাতে করে, সবারে মা ডাকে।
ও ভাই! মা ভুলিয়ে কেন কাঁদিস মরিস কেন ক্ষুধাতে;
মা যে অন্ন দিবেন, ক্ষুধা যাবে, মা বলে ডাক মাকে।
ও ভাই! ধন জ্ঞান মদে, আছ মত্ত হয়ে,
ও ভাই, মাকে ভুলে আছি মোরা, মা ভোলেন নাই কা'কে। ও ভাই,
অপরাধী ব'লে মা তো দিবেন না ফিরায়ে;
ছেলে অমান্য করিলে মাকে, মা তা কি মনে রাখে।
ও ভাই! সাধু পাপী জ্ঞানী অজ্ঞান সমান মায়ের কাছে;
মা যে পুত্র কন্যা কোলে লয়ে, অন্ন দেবেন মুখে।
কাঙ্গাল বলে, মাগো আমি তোমার কাঙ্গাল ছেলে;
ওমা, কিঞ্চিত্‍ প্রসাদঅন্ন ধন্য কর আমাকে।। ।।১৫০।।
[Page 114]

4. ১১৭শ গানের ন্যায় সুর। তাল-কয়ালী।

দেশে চলিলে মহামতি রিপণ, রামরাজ্যে-সম প্রজা করিয়ে পালন।
১।সুশাসনে এ ভারতে, ছিল প্রজা নিরাপদে;
(তব ন্যায়পরতায়, সাম্যনীতি)
তোমার বিরহে কাঁদে নরনারীগণ।।
২। আমার কাঙ্গাল, কাঙ্গাল বেশে, এসেছি তব উদ্দেশে;
(হের কৃপা নয়নে, সাধারণ দেশের দশা)
দেশের দশা প্রকাশ বেশে, কর নিরীক্ষণ।
৩। হৃদয়ের কৃতজ্ঞতা, জানাতে নাহি ক্ষমতা;
(জ্ঞান অর্থ হীন হে, আমরা পল্লীবাসী, ধর চক্ষের জল, হে,
অন্য সম্বল নাই)
রাজভক্তি সরলতা ভারতবাসীর ধন।
[Page 115]
৪। ভিক্টোরিয়া মাতা যখন, জিজ্ঞাসিবে বলো তখন;
(কেবল নাম রয়েছে, সোণার ভার, ভারত সকল হারায়েছে)
সোণার খনি নাই আর এখন, ভারত-ভবন ।
৫। দুর্ভিক্ষ প্রতি বছরে, অন্ন বিনা প্রাণে মরে;
(মায়ের কাছে ব'ল এই, ভিক্টোরিয়া)
ম্যালেরিয়া মহাজ্বরে নাশে প্রজাগণ।
৬। সহায়হীনা শুকরমণী, পরম সতী রমণী;
(তার কি দশা হ'ল হায়, বলতে হৃদয় ফাটে)
হরিয়ে সতীত্ব-মণি বধিল জীবন।
৭। আর যত অত্যাচার, সকলি তব গোচর;
(কিবা নিবেদিব হে, তুমি সকল জান)
দেশে গিয়ে গুণাকর, করিও স্মরণ।
৮। ভারতের কপাল মন্দ, অস্ত্রআইনে হস্ত বন্ধ;
(তাদের একি দশা হায়, মহারাণীর প্রজা হ'এ)
পশু হস্তে প্রজাবৃন্দ, হারায় জীবন।
৯। রাজরাজেশ্বরী হয়ে, থাকুন মাতা ভিক্টোরিয়া;
(প্রার্থনা করি এই, বিভুপদে)
এ অত্যাচার দয়া করে, করূন নিবারণ।
১০। তিনি তোমার করূন রক্ষে, জলে স্থলে অন্তরীক্ষে;
(যিনি আত্মার আত্মাতে, এই চরাচরে)
কাঙ্গাল-ফিকিরের এই ভিক্ষে, কাতর নিবেদন।।১৮২।।
[Page 117]

5. ৬০ গানের ন্যায় সুর। তাল- খেমটা।

দেশের কথা হায় রে কি হল! মরি! জ্বরে জ্বরে প্রাণ গেল।
১। একে অন্নচিন্তা পুরাতন জ্বরে, দেখ ঘরে ঘরে পড়ে আছে বিছানা ধরে;
(লোকে)
আবার নব জ্বরে, লোকের ঘাড়ে ধরে, ট্যাকস ক'রে সব নিল।
২। ওরে, বুড়ো বুড়ী জোয়ান কি ছেলে,
সকলেরই পেটটি জোড়া যকৃত আর পীলে; (রিপু)
তারা ঘরে ব'সে, রক্ত চোষে, সকলেরই তায় দুর্ব্বল।
৩। কুইনাইন জ্বর ভাল করে,
মরি তা বলে তাই খাচ্ছে লোকে আদর করে; (কত)
দেশের কপাল গুণে কুইনাইনে, আটকায়ে জ্বর রাখিল।
[Page 118]
৪। কাঙ্গাল বল, আর ত উপায় নাই,
ওরে চিন্তামণি মৃত্যুঞ্জয় জ্বরের ঔষধ ভাই; (এ সব)
সবে এক হৃদয়ে, তায় ডাকিয়ে, জ্বরের ঔষধ খাই চল।।
(ভাই রে এখন)।। ১৮৫।।
This is a selection from the original text

Keywords

অন্ন, ক্ষুধা, চিড়া, দধি, দুর্ভিক্ষ, ভিক্ষে, ভিক্ষে

Source text

Title: Baul-Songit

Author: Kangal Fikirchand

Editor(s): Jaladhar Sen

Publisher: Messrs Gurudas Chatterjee & Son's

Publication date: 1916

Edition: 1st Edition

Place of publication: Calcutta

Provenance/location: This text was transcribed from print at the National Library of India.

Digital edition

Original author(s): Kangal Fikirchand

Original editor(s): Jaladhar Sen

Language: Bengali

Selection used:

  • 1 ) pages 6 to 7
  • 2 ) pages 87 to 88
  • 3 ) page 93
  • 4 ) pages 114 to 115
  • 5 ) pages 117 to 118

Responsibility:

Texts collected by: Ayesha Mukherjee, Amlan Das Gupta, Azarmi Dukht Safavi

Texts transcribed by: Muhammad Irshad Alam, Bonisha Bhattacharya, Arshdeep Singh Brar, Muhammad Ehteshamuddin, Kahkashan Khalil, Sarbajit Mitra

Texts encoded by: Bonisha Bhattacharya, Shreya Bose, Lucy Corley, Kinshuk Das, Bedbyas Datta, Arshdeep Singh Brar, Sarbajit Mitra, Josh Monk, Reesoom Pal

Encoding checking by: Hannah Petrie, Gary Stringer, Charlotte Tupman

Genre: India > poetry

For more information about the project, contact Dr Ayesha Mukherjee at the University of Exeter.

Acknowledgements