Goriber Gaan

About this text

Introductory notes

Goriber Gaan or Songs of the Deprived was a compilation published by the Nababidhan Brahmo Samaj. Keshab Chandra Sen, educationist and social-reformer and also a prominent leader of the Brahmo Samaj, branched out from the original Samaj and founded the Nababidhan Brahmo Samaj in 1861. Sen continued his social-reforming endeavors with the Nababidhan Brahmo Samaj or the New Dispensation Church. Keshab Chandra Sen mad effective use of the press in order to enhance public through pamphlets, periodicals and songs.

Goriber Gaan brought out by the Samaj in 1900, highlighted on various forms of inequalities and evils that exist in the society.

Selection details

Goriber Gaan brought out by the Samaj in 1900, highlighted on various forms of inequalities and evils that exist in the society.

[Page 82]

1. বিভাস। - একতালা ।
( সংসার মন্দিরে ।- সুর ।)

আজি শুভদিনে ধরি ওচরণে
মাগি এই ভিক্ষা মা শুভদয়িনী ।
বাঁধি তব প্রেমে এই সন্ততি সন্তানে
কর আশীর্ব্বাদ করূণারূপিণী ।
এত দিন তারা জীবনের পথে,
একা একা ফিরিছিল ভিন্নমতে,
(তাদের) জানিয়া দুর্ব্বল, সংসার প্রবল,
(ও তাই) বাধিলে এক প্রাণে দু'জনে জননী ।
তোমারই ইচ্ছায় উদ্বাহু বন্ধনে,
যদি মা বাঁধিলে এদুটী সন্তানে,
কর ইচ্ছা পূর্ণ তাদের জীবনে,
কাছে কাছে থাকি দিবস যামিনী ।
[Page 134]

2. বিভাস।- কাওয়ালী ।
(মধুকাণের সুর।)

কাঙ্গাল বিনে কে পায় তোমার
ওহে হরি কাঙ্গালের ধন?
আমি চাই তাই কাঙ্গাল হ'তে কর আমায় দীন-অকিঞ্চন
[Page 135]
তোমারি ত খাই পরি,
তোমার গুণেই জীবন ধরি,
তবু হ'য়ে অহঙ্কারী,
মনে করি আমি একজন ।
ঘুচাও আমার মোহ ধিকার,
চূর্ণকর এ অহঙ্কার,
কেড়ে লও যা আছে আমার,
কাঙ্গাল ক'রে জন্মের মতন ।
চাহি না হে এ ধনজন,
সুখ-সম্পদ কি পরিজন,
ধরমেও নাহি আকিঞ্চন,
আকিঞ্চন কেবল তোমাধন ।
[Page 141]

3. কীর্ত্তন ।
((চিদাকাশে হল পুর্ণ ।- সুর।)

প্রেমানন্দে গাও জয় ভিক্টোরিয়ার জয় রে।
ভারত সন্তান সবে হয়ে এক হৃদয় রে।
(জয় ভিক্টোরিয়ার জয়, ভারতেশ্বরীর জয়, জয় মায়ের জয়)
দিয়ে সিংহাসন যারে স্বয়ং ভগবান রে;
ভারতে কল্যাণ শান্তি করিলেন বিধান রে ।
(জয় ভিক্টোরিয়ার জয়, ভারতেশ্বরীর জয়, জয় মায়ের জয়)
বহু বর্ষাবধি আজি মাতার সমান রে ।
ভারত সাম্রাজ্য যিনি করিছেন পালন রে ।।
(জয় ভিক্টোরিয়ার জয়, ভারতেশ্বরীর জয়, জয় মায়ের জয়)
তাঁহার দয়ার কথা বলিব কি আর রে ।
পাইলাম জ্ঞান ধর্ম্ম প্রসাতে যাঁহার রে ।।
(জয় ভিক্টোরিয়ার জয়, ভারতেশ্বরীর জয়, জয় মায়ের জয়)
[Page 142]
বিচার বাণিজ্য, শিল্প, ডাক, রেল আদি রে ।
বলিতে লিখিতে স্বাধীনতা সুখ নিধি রে ।
(জয় ভিক্টোরিয়ার জয়, ভারতেশ্বরীর জয়, জয় মায়ের জয়)
হিন্দু মুসলমান সবে নিজ নিজ ধর্ম্ম রে ।
অবাধে পালন করে নাহি বাধা বিঘ্ন রে ।
(জয় ভিক্টোরিয়ার জয়, ভারতেশ্বরীর জয়, জয় মায়ের জয়)
পুণ্যবতী সাধ্বীদেবী আমাদের জননী রে;
সীতাসমা পূজনীয়া প্রজানুরঞ্জিণী রে ।
(জয় ভিক্টোরিয়ার জয়, ভারতেশ্বরীর জয়, জয় মায়ের জয়)
দয়া গুণে দীনজনে ক্ষুধিতে ব্যাধিতে রে ।
রাণী হয়ে করেন সেবা যিনি নিজ হাতে রে ।
(জয় ভিক্টোরিয়ার জয়, ভারতেশ্বরীর জয়, জয় মায়ের জয়)
এমন মায়ের গুণে কেনা মুগ্ধ হয় রে ।
সহজে যে প্রেমভক্তি তাঁর পানে ধায় রে ।
(জয় ভিক্টোরিয়ার জয়, ভারতেশ্বরীর জয়, জয় মায়ের জয়)
[Page 149]

4. রামপ্রসাদী।- তাল একতালা।

কবে আমি পাগল হব। (মা)
(ওমা) বিষয় বুদ্ধি ভুলে বিয়ে, জন্মের মত বয়ে যাব ।
(এই) গৃহ সংসার ছেড়ে দিয়ে রাজপথেতেই বাস করিব,
মা তোর আস্তাকুঁড়ে পড়ে থেকে সাধুজনের এঁঠো খাব ।
ঐ ছেলেরা হাততালী দিলে একবারে মেতে যাব,
(আবার) হরি হরি হরি বলে তাদের পিছু পিছু
ধাবো ।
[Page 206]

5. বাউল।
(মাতলে ত একেবারে মেতে যাও।- সুর।)

ভক্তি ভরে কর সদা হরি নাম।
(যদি) যাবে অনায়াসে স্বর্গধাম।
কেন বিষয় বিষ পানে মজে থাকরে সদাই,
তাতে কিছুই ত সুখ নাই,
হায় রে দুদিন পরেই টেট্টাপাবে-
যখন জ্বলে পুড়ে মরবে প্রাণ।
অনন্ত সুখের আধার নাম অমৃতময়,
যাতে মৃত সজীব হয়,
[Page 207]
একবার সেই সুধা পান কর রে,
পাবে সুখ শান্তি অবিরাম।
ঐ যে ক্ষুধিতের অন্ন সে নাম তৃষিতের জল,
গরীব কাঙ্গালের সম্বল-
ওরে ধর্ম্ম অথ কাম মোক্ষ
সবই আমার হরি নাম ।
(তাই বলি) সকল ছেড়ে ভক্তি ভাবে নাম রস কর পান,
দিবানিশি অবিরাম,
এই নামেই তাঁকে লাভ করিবে,
ওযে নামেই হরি মুর্ত্তিমান ।
(নামেই তাতে ভেদ নাই রে) ।
[Page 225]

6. খট ভৈরবী।- পোস্তা ।
(থাকবো না আর এ পাপরাজ্যে- সুর।)

(ওমা) সুধু হাতে ফিরবো না ত
এসে আমি তোমার দ্বারে,-
কিছু ভিক্ষা দিতেই হবে আজ এ অন্ধ অতিথিরে।
তুমি যে মা দয়াময়ী সবে জগতে প্রচারে,-
(তবে) কি বলে ফিরাবে আমায়
দুঃখীরে না দয়া করে?
(ওমা) বিলাও শুনি প্রেম পুণ্য বিশ্বাস ধন অকাতরে,-
[Page 226]
(আমি) অনেক দিনের ভিখারী মা
এসেছি তাই আশা করে।
(তবে-বল) মুষ্টি ভিক্ষা না পেলে মা
চলবে আমার কেমন করে,-
কিসে মা জীবন ধরিব সংসারে সপরিবারে ।
(তাই) যাই ইচ্ছা হয় নগদ কিছু
দাও মা আমায় দয়া করে,-
(নইলে) নামে যে কলঙ্ক হবে
গেলে সুধু হাতে ফিরে ।
This is a selection from the original text

Keywords

অন্ন, দীন, ভিক্ষা, ভিক্ষা

Source text

Title: Goriber Gaan

Subtitle: Dhormo, Niti o Madoknibaronadi Bishyok

Publisher: Nababidhan Brahmo Samaj

Publication date: 1900

Edition: 1st Edition

Place of publication: Habra

Provenance/location: This text was transcribed from print at the National Library of India.

Digital edition

Language: Bengali

Selection used:

  • 1 ) page 82
  • 2 ) pages 134 to 135
  • 3 ) pages 141 to 143
  • 4 ) page 149
  • 5 ) pages 206 to 207
  • 6 ) pages 225 to 226

Responsibility:

Texts collected by: Ayesha Mukherjee, Amlan Das Gupta, Azarmi Dukht Safavi

Texts transcribed by: Muhammad Irshad Alam, Bonisha Bhattacharya, Arshdeep Singh Brar, Muhammad Ehteshamuddin, Kahkashan Khalil, Sarbajit Mitra

Texts encoded by: Bonisha Bhattacharya, Shreya Bose, Lucy Corley, Kinshuk Das, Bedbyas Datta, Arshdeep Singh Brar, Sarbajit Mitra, Josh Monk, Reesoom Pal

Encoding checking by: Hannah Petrie, Gary Stringer, Charlotte Tupman

Genre: India > poetry

For more information about the project, contact Dr Ayesha Mukherjee at the University of Exeter.

Acknowledgements