Krishak
About this text
Introductory notes
"Krishak" was a monthly journal published by the Indian Gardening Association from Calcutta. The journal patronised by the Bengal Government focused on news and practices pertaining to agriculture and farming. The Journal was edited by Nagendranath Swarnakar, a former professor of Mathematics at the City College, Calcutta. The selections for this file have been made from the journal's 6th Volume and 5th issue, which was published in September, 1905.
The following excerpts have been selected from three advertisements that were published in the issue of the journal. Two of these advertisements were published by two companies selling fertilizer, while the third one was promoting a newly developed husking pedal. These advertisements give a picture of the modern agricultural techniques which were being innovated in the early 20th Century to counteract various impediments in the cultivation process.
Selection details
The following excerpts have been selected from three advertisements that were published in the issue of the journal. Two of these advertisements were published by two companies selling fertilizer, while the third one was promoting a newly developed husking pedal. These advertisements give a picture of the modern agricultural techniques which were being innovated in the early 20th Century to counteract various impediments in the cultivation process.
1. বিজ্ঞাপন । গবরমেন্ট হইতে পেটেন্ট প্রাপ্ত ঢেঁকী ।
রেজিস্টার ও পেটেন্ট নং- ২৩৪ সন ১৯০৩ সাল ।
এই নবাবিষ্কৃত ঢেঁকী চালাইতে একজন মাত্র লোকের আবশ্যক করে ।
এই ঢেঁকীতে পাড় দেওয়া সেঁকিয়া দেওয়া ও কাড়া তিন কার্য্যই একজনে সম্পন্ন হয় । ধান ভানা, চাউল ছাঁটা, দোক্তা কোটা, চিড়া কোটা প্রভৃতি প্রচলিত ঢেঁকীর সকল কার্জ্যই এই কলের ঢেঁকীতে একজন দ্বারা সম্পন্ন হয় ।
ইহাতে ইচ্ছামত মূষলের ভার কমবেশী করা যায় তজ্জন্ন অল্প বয়স্কা বালিকা ও বলিষ্ঠ ব্যাক্তি অল্পায়াসে কার্জ্য সমন্ন করিতে পারে ।
ইহা তিন বর্গ ফুট মাত্র স্থান অধিকার করে এজন্য স্বতন্ত্র ঢেঁকী শালার প্রয়োজন হয় না ও ইহা ইচ্ছামত স্থানান্তরিত করিতে পারা যায় ।
কয়েক ফুট মজবুত কাষ্ঠ ও কয়েক সের লৌহের পাটি হইলেই গ্রাম্য ছুতার এবং কামার দ্বারা সহজেই প্রস্তুত করা যায় ।
স্বদেশী কৃষক বৃন্দের সুবিধার জন্য পেটেন্ট খরচা ও নস্কার মূল্য স্বরূপ ১, এক টাকা মাত্র পাঠালেই প্রস্তুত করিবার অনুমতি ও তাহার সহিত নস্কা তৈয়ারি করিবার অন্যান্য বিবরণ পাঠান হয় । প্রস্তুত ঢেঁকীর মূল্য ২০ টাকা এবং পাঠাইবার খরচ স্বতন্ত্র ।
বেশী পরিমাণে সুতা কাটিবার চরকা ও বেটে কাটিবার টাকু শীঘ্রই প্রকাশিত হইবে ।
2. প্রচুর শস্য উৎপাদনের সহজ উপায় !!!
বিনাসারে উৎপাদিত । | প্রতি বিঘায় | সার যোগে উৎপাদিত |
নাইট্রোজেন, ফস্ফোরিক অ্যাসিড ও পটাশ | ২৬৭ টা আনারস | প্রতি বিঘায় ১১৯০টা আনারস । |
জগদীশ্বরের সৃষ্ট জীবজন্তুগণের ন্যায় উদ্ভিদেরও খাদ্য আছে । উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্য পটাশ । উহা নাইট্রোজেন ও ফস্ফোরিক অ্যাসিডের সহিত মিশ্রিত করিলে সর্ব্বপ্রকার শস্যের ও ফল ফুলের লাভজনক সার উৎপন্ন হয় :-
পাট, ধান, ইক্ষু, তামাক, আলু, কফি, কলা, কুল, আম, নারিকেল, পেয়ারা, কাঁঠাল, পেঁপে, ছোলা, গোলাপফুল, বেলফুল ইত্যাদি ।
দি এগ্রিকালচারাল অফিস অব দি পটাশ সিণ্ডিকেট
পোষ্ট বক্স নং ৩১৯ কলিকাতা
টেলিফোন নং ২০০৪
3. সার ! সার ! সার !
অত্যুৎকৃষ্ট সার । অল্প পরিমাণে ব্যবহার করিতে হয় । ফুল, ফল, সবজীর চাষে ব্যবহৃত হয় । প্রত্যক্ষ ফলপ্রদ । অনেক প্রশংসা পত্র আছে । ছোট টিন মায় মাশুল , বড় টিন মায় মাশুল ১। ০ আনা ।
ব্যবহারের প্রণালী টিন সহ পাইবেন ।
3.1. হাড়ের গুঁড়া
(অত্যন্ত মিহি গুঁড়া)
শস্য, সবজী, বাগানের পক্ষে উত্তম সার । প্রতিমণ ৩ । অর্দ্ধমণ ১ ০। দশসের ১। পাঁচ সের ।।৯০ । প্যাকিং ও মাশুলাদি স্বতন্ত্র ।