Tyajia Ashol Dhon
1. ত্যাজিয়ে আসল ধন
1.1.
ত্যাজিয়ে আসল ধন, কেন রে মন, সুদের কারণ টানাটানি।
আসলে ত্যজ্য করে, সুদকে ধরে, বড় মুর্খ সেই ত জানি;
সুদকে ত্যজ্য কর, আসল ধর, থাকিবে ঠিক মহাজনী।
জান না আসল হ'তে, এ জগতে, যত সুদের আমদানী;
তবে কেন আসল ত্যজে, সুদকে ভজে, বেড়াও করিয়ে পাগলামী।
গোপনে সযতনে, আসল ধনে, রাখে যে আসল ধনী;
আসলে সুদের কড়ি, ডা'ল খিচুড়ী, মিশালে হয় বলে জ্ঞানী।
সাগরেতে ফিকিরচাঁদ বলে, আসল পেলে, ভবজ্বালা ঘোচে জানি;
আমি সেই আসল ধনে, নাহি চিনে করিতে যাই মহাজনী।।