Duto Dukher Kotha Koi
1. দুটো দুঃখের কথা কই
1.1.
দুটো দুঃখের কথা কই ।
দুঃখের কথা কই গো তারা মনের কথা কই ।
কে বলে তোমারে তারা দিন দয়াময়ী ।।
কারেও দিলে ধণ জন মা হয় হস্তিরথী জয়ী ।
আর কার ভাগ্যে মজুরখাটা শাকে অন্ন মিলে কই ।।
কেহ থাকে অট্টালিকায়, আমার ইচ্ছা তেম্নি রই ।
ওমা, তারা কি তোর বাপ্রর ঠাকুর, আমি কি কেউ নই ।।
কারো অঙ্গে শাল দোশালা, ভাতে চিনি খই ।।
কেউবা বেড়ায় পালকী চড়ে আমি বোঝা বই ।
মাগো আমি কি তোর পাকা ধানে দিয়াছি গো মই ।।
প্রসাদ বলে তোমায় ভুলে আমি জ্বালা সই ।
ওমা, আমার ইচ্ছা অভয়পদে চরণ ধূলা হই ।।